সবে সবে বিগ বস ১২-র ঘর থেকে বেরিয়েছেন তিনি। এবারের বিগ বসে বিজয়ীর মুকুট দীপিকা কাকর ইব্রাহিমের মাথায় উঠলেও, শো-এর 'ফার্স্ট রানার্স আপ' হয়েই সেখান থেকে বিদায় নেন শ্রীসন্ত। শুধু তাই নয়, বসের ঘরে থাকাকালীন তিনি সব সময়ই ছিলেন ক্যামেরার নজরে। কথায় কথায় রেগে যাওয়া হোক কিংবা বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজা ধাক্কাধাক্কি। সবকিছুতেই শ্রীসন্ত ছিলেন এক্কেবারে এগিয়ে। শুধু কি বসের ঘরে থাকাকালীন অবস্থায়, সেখান থেকে বেরোনোর পরও বিতর্ক যেন থামছেই না শ্রীসন্তকে ঘিরে।
from Zee24Ghanta: Entertainment News http://bit.ly/2FekfpS
from Zee24Ghanta: Entertainment News http://bit.ly/2FekfpS
Comments
Post a Comment