গম্ভীরকে হাসির পরামর্শ শাহরুখের!

কলকাতা-শাহরুখ-গৌতম, এই ত্রয়ীর সম্পর্কের সূত্রপাত ২০১১ সালে। সেবার দিল্লির ছেলেকে ঘরে তুলে তাক লাগিয়েছিল কলকাতা। এরপর ৭ বছর অটুট ছিল এই ত্রয়ীর প্রেম। এর মধ্যে দু’বার আইপিএল চ্যাম্পিয়নও হয় নাইটরা। ২০১২ ও ২০১৪, এই দু’বার গৌতির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা।

from Zee24Ghanta: Sports News https://ift.tt/2QFSgpu

Comments