ধোনির সঙ্গে কোনও বিরোধ ছিল না, অবসর নিয়েছিলেন নিজের সিদ্ধান্তেই!

গ্রেগ চ্যাপেলের আন্তর্জাতিক দল চালানোর ধারণাই নেই, তাঁর ম্যানেজমেন্ট স্কিল একেবারেই প্রশংসনীয় নয়, আত্মজীবনী-তে লিখেছেন ভিভিএস লক্ষ্মণ। গ্রেগের সময় ভারতীয় দল দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

from Zee24Ghanta: Sports News https://ift.tt/2AN8kM4

Comments