মিলল রফাসূত্র, মেডিক্যাল কলেজে অচলাবস্থা কাটার ইঙ্গিত

মেডিক্যাল কলেজ কতৃপক্ষের তরফে জানা গিয়েছে, পুরনো হস্টেলগুলিতে মোট ৯৪টি আসন খালি রয়েছে। পুরনো ছাত্রদের মধ্যে হস্টেলের আবেদনকারীর সংখ্যা প্রায় ২০০। বাকি ছাত্রদের কাউন্সেলিংয়ের মাধ্যমে নতুন হস্টেলে থাকতে দেওয়া হবে শনিবার লিখিত ভাবে জানিয়েছেন অধ্যক্ষ।

from Zee24Ghanta: Kolkata News https://ift.tt/2LzUQY9

Comments