শাহরুখের 'ছইয়া ছইয়া'য় এবার নাচলেন রণবীর

১৯৯৮-এ মুক্তি প্রাপ্ত 'দিল সে' ছবির শাহরুখ মালাইকা অরোরার সেই 'ছইয়া ছইয়া' গান আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। এই গানের জন্যই বলিউডে আজও 'ছইয়া ছইয়া' গার্ল বলেই পরিচিতি পেয়ে আসছেন মালাইকা। গানটিতে টয়ট্রেনের উপর শাহরুখের সেই নাচ, পায়ের স্টেপ আজও তাক লাগিয়ে দেয়। ফের একবার সেই 'ছইয়া ছইয়া' গানের সঙ্গে নাচলেন অভিনেতা। তবে শাহরুখ নন, এবার এই গানের সঙ্গে শাহরুখের সেই জনপ্রিয় পায়ের স্টেপ করতে দেখা গেল রণবীরকে।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2yg3gBX

Comments