বার ব্যবসায়ী জগজিত্ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল ইডি

নারীপাচার ও হাওয়ালা কারবারের অভিযোগে বার ব্যবসায়ী জগজিত্ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে নেমে জগজিত্ ও তাঁর সহযোগীদের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। বেআইনি ভাবে বার চালানোর অভিযোগে ইতিমধ্যে জেলে বন্দি রয়েছেন জগজিত্। গোটা পশ্চিমবঙ্গে তাঁর ৫০টির ওপর বার রয়েছে। 

from Zee24Ghanta: Kolkata News https://ift.tt/2sDihZ4

Comments