রূপোলি মেটালিক পোশাকে গর্জিয়াস সুহানার এই রূপ দেখেছেন?

বলিউড বাদশা কিং খানের ছোট্ট সেই মেয়েটি যেন হঠৎই বড় হয়ে গেছে। সেই ছোট্ট সুহানা এখন যুবতী। যত বড় হচ্ছে সুহানা যেন দিন দিন ততই সুন্দরি হয়ে উঠেছে। গত বছরই জুন মাসে মুম্বইয়ে মম গৌরী খানের ডিজাইন করা 'আর্থ' নামে এক রেস্তোরাঁর উদ্বোধনে ড্যাডি শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল সুহানা খানকে। সেখানে কমলা রঙের শর্ট পোশাকে তাক লাগিয়ে দিয়েছিলেন সুহানা। শাহরুখকন্যার সেই রূপ সেদিন অনেক বলিউড ডিভাকেই হার মানিয়েছিল।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2sWlp1w

Comments