'কেদারনাথ'এর শ্যুটিং শেষ, সেলিব্রেশনে সারা ও সুশান্ত

  'কেদারনাথ'-এর শ্যুটিং নিয়ে কম জলঘোল হয়নি। প্রযোজকের সঙ্গে পরিচালকের ঝামেলা, সারা আলি খানের সঙ্গে পরিচালক অভিষেক কাপুরের শ্যুটিংয়ের ডেট নিয়ে মত বিরোধ, আরও কত কী। তবে শেষপর্যন্ত শেষ হল 'কেদারনাথ'-এর শ্যুটিং। আর শ্যুটিং শেষেরই সেলিব্রেশনে মাতলেন সারা আলি খান, সুশান্ত সিং রাজপুত। সেলিব্রেশনে উপস্থিত ছিলেন পরিচালক অভিষেক কাপুরও।  

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2JTCccL

Comments