সঞ্জয়লীলা বনশালির 'পদ্মাবত' মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত আর কোনও ছবির কাজ শুরু করেননি দীপিকা। তবে মাফিয়া রানিকে নিয়ে বিশাল ভরদ্বাজের আগামী ছবি 'স্বপ্না দিদি' ছবির জন্য সই করেছেন দীপিকা। যদিও সেটার কাজও এখনও শুরু হয়নি। খুব সম্ভবত, এই ছবিতে দীপিকার সহ অভিনেতা ইরফান খান সুস্থ হওয়ার পরই শুরু হবে ছবির শ্যুটিং। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এবার দীপিকা শ্রীদেবীর কোনও একটা সুপার হিট ছবির রিমেকে কাজ করবেন।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2tEr3pl
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2tEr3pl
Comments
Post a Comment