সাংহাই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে রানির 'হিচকি'

এদেশে সাফল্যের পর এবার সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে রানি মুখোপাধ্যায়ের 'হিচকি'। চিনের সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই 'হিচকি' দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। ১৬ জুন চলচ্চিত্র উৎসব শুরুর দিনই 'হিচকি' প্রদর্শিত হবে বলে জানানো হয়েছে। এমনকি সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর দর্শকদের সঙ্গে সরাসরি কথা বললেন পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2xHijnV

Comments