মেয়ের জন্মদিনে ছোট্ট সোনমের বিশেষ ছবি পোস্ট করলেন অনিল

৯ জুন, শনিবার ৩৩ বছরে পা দিল অনিল কাপুরের প্রিন্সেস সোনম কাপুর। যদিও এবারের জন্মদিনটা সোনমের কাছে একটু অন্যরকম, কারণ গত ৮ মে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহ-বন্ধনে বাঁধা পড়েছেন সোনম কাপুর। তাই এবারের জন্মদিনটা হাবি আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে সেলিব্রেট করছেন সোনম। লন্ডনে রয়েছে সোনমের বোন রেহা কাপুর, তুতো ভাই অর্জুন কাপুর, সোনমের ঘনিষ্ঠ বন্ধু  শেহলা খান, সংযুক্তা নায়ার। এছাড়াও সোনমের জন্মদিনের সেলিব্রেশনে সেখানে যোগ দিয়েছেন করিনা কাপুর খানও।

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2y3VyuC

Comments