'অ্যাকাডেমি অফ মোশন পিকচার অফ আর্ট অ্যান্ড সাইন্সের'-এর সদস্য পদ গ্রহণের জন্য আমন্ত্রিত হলেন ২০জন ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব। এই তালিকায় বাংলা থেকে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়-সহ মোট ৪ জন। এছাড়াও নাসিরুদ্দিন শাহ, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, তব্বু, অনিল কাপুর, আদিত্য চোপড়া সহ বেশ কয়েকজনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলা থেকে প্রোডাকশন ডিজাইনার সুব্রত চক্রবর্তী অমিত রায়ের নামও স্থান পেয়েছে তালিকায়। সোমবারই অ্যাকাডেমি সদস্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে।
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2tFN2fA
from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2tFN2fA
Comments
Post a Comment