দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হল এই জনপ্রিয় অভিনেত্রীকে

 শনিবার চেন্নাইয়ের পানাউরের একটি রিসর্টে হানা দেয় পুলিস। সেখান থেকেই আপত্তিকর অবস্থায় সঙ্গীতাকে পাওয়া যায়। শুধু সঙ্গীতাই নন, ওই রিসর্ট থেকে দেহ ব্যবসায় যুক্ত আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস। যাঁদের মধ্যে আরও তিনজন অভিনেত্রী রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ওই মধুচক্রের মূল পান্ডা অভিনেত্রী সঙ্গীতা বালানই ছিলেন বলে জানা গিয়েছে। 

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2kMbdFa

Comments